দিন-রাত মিলে মোট সময় ২৪ ঘণ্টা। তাই কষ্ট কিংবা সুখ, দিন রাত এই ২৪ ঘণ্টা সময়ের মাঝে ভাগ করে নেই। তবে এমন একটা সময় আসবে, যখন আর কেউ ‘২৪ ঘণ্টা খাটিয়ে মারল’ অথবা ‘২৪ ঘণ্টা তোমার কথাই ভাবছি’ বলতে পারবেন না। কারণ নিঃসাড়ে বেড়ে যাচ্ছে দিনের দৈর্ঘ্য…
আপনি খেয়াল রাখেন না বলে যে ব্যাপারটা ঘটছে না, এমন নয়। নিঃশব্দে ঘটে চলেছে ঘটনাটা। শুধু আপনি কেন অধিকাংশ পৃথিবীবাসীই টের পাচ্ছেন না, তাদের সাধের ‘২৪ ঘণ্টার দিন’ ক্রমেই বেড়ে চলেছে। এমন একটা সময় আসতে পারে, যখন আর কেউ ‘২৪ ঘণ্টা খাটিয়ে মারল’ অথবা ‘২৪ ঘণ্টা তোমার কথাই ভাবছি’ বলতে পারবেন না।
বিজ্ঞানীরা বলছেন, আমাদের দিন ক্রমেই বেড়ে চলেছে। ব্রিটেনের রয়্যাল গ্রিনউইচ অবজারভেটরির মহাকাশবিদ লেসলি মরিসন জানাচ্ছেন, পৃথিবার পরিক্রমণের গতি ক্রমশ কমে আসার কারণেই প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে ‘দিন’-এর দৈর্ঘ্য। প্রতি শতকে প্রায় ১.৮ মিলিসেকেন্ড করে বেড়ে চলেছে দিনের দৈর্ঘ্য। আর তা বড়ছে গত ২৭,০০০ বছর ধরেই।
বিজ্ঞানী মরিসনের মতে, এটা খুবই ধীর প্রক্রিয়া। এর পিছনে কেবল পৃথিবীর বার্ধক্য নয়, চাঁদের মহাকর্ষজ টানও কাজ করছে।
সাধারণ ঘড়িতে এই পরিবর্তন ধরা পড়বে না। কিন্তু, মহাকাশচর্চায় ব্যবহৃত বিশেষ সংবেদনশীল ঘড়িতে রীতিমতো ধরা পড়ছে দিনের এই ক্রমশ বৃদ্ধি।
সূত্র : এবেলা
Wednesday, December 14, 2016
২৪ ঘণ্টাতে থাকছে না দিন, যা বলছেন বিজ্ঞানীরা!
জিপি সিমে ৩ জিবি মাত্র ১৫৯ টাকায়!!
শর্তাবলী:
এই ইন্টারনেট অফারটি ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে
অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ
অফার চলাকালীন সময়ে গ্রাহক অফারটি যত খুশি ততবার নিতে পারবেন
ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত)
অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না
ইন্টারনেট ব্যালেন্স জানতে
*121*1*4# ডায়াল করতে হবে
৭ দিন মেয়াদে অ্যাক্টিভেশন দিন অন্তর্ভুক্ত??
৩জি ফোনে ৪জি এর সার্ভিস নিন খুব সহজেই আর চমকে দিন আপনার বন্ধুকে!!
প্রযুক্তির উন্নতির সাথে মানুষের ৪জি স্মার্টফোনের দিকে আগ্রহ বেড়ে যাচ্ছে।
তাই জারা ৩জি ব্যবহারকারী রয়েছে তারা তাদের ৩জি ফোনটি বদলে ৪জি ফোন নেয়ার চন্তা করছে। এখন সহজেই ৩জি ফোনকে করা যাবে ৪জি।
৪জি ফোন ব্যবহার করার জন্য ৩জি ফোন বিক্রি করার কথা অনেকেই ভাবছেন।সেক্ষেত্রে ফোন বিক্রি করার প্রয়োজন নেই।
এখন ৩জি ফোনকেই আপনি ৪জি ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন।এর জন্য একটি অ্যাপসের সাহায্য নিতে হবে।
অ্যাপটির নাম MTK ENGINEERING MODE
যেভাবে পাবেন অ্যাপটি-
১. গুগল প্লে স্টোরে যান।
২. MTK ENGINEERING MODE দিয়ে সার্চ করুন।
৩. এবার অ্যাপটির মেনুতে গিয়ে Advanced Set অ্যাপে ক্লিক করুন।
৪. এবার অ্যাপটি ওপেন করে ইঞ্জিনিয়ারিং মোডের “mobile specific code” সিলেক্ট করুন।এই কোডটি আপনার হেডসেট নির্মানকারী সংস্থার সার্ভিস সেন্টারে পাবেন।
৫. এবার নেটওয়ার্ক মোডে গিয়ে “4G LITE, WCDMA and GSM” অপশন সিলেক্ট করুন।
৬. এবার সেভ করুন।
৭. ফোনটি এবার রিস্টার্ট করুন।
এর জন্য অবশ্যই ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।হয়ে গিয়েছে আপনার ৩জি ফোন ৪জি।
এবার আপনার ৩জি ফোনে ব্যবহার করুন ৪জি সার্ভিস??
Tuesday, November 8, 2016
10 Interesting information that you don’t know about YouTube
Tuesday, October 18, 2016
google adsense full tutorial 2016
The Google AdSense solution is used by millions of
web masters around the world. Some of them have
great success and good income, while others get
How to buy a domain from a reseller your account?
Today I’m here to tech you how can you buy a domain from a reseller account
You know that, a resller of a domain panel is a person who sale domain to customer & pay for the customer to the domain company..