চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল
মেসিকে পেছনে ফেলে গত
সোমবার রাতে ২০১৬ সালের
ব্যালন ডি’অর জেতেন
রোনালদো। ২০০৮, ২০১৩
ও ২০১৪ সালেও বর্ষসেরা
হয়েছিলেন রিয়াল মাদ্রিদের এই
তারকা ফরোয়ার্ড। তবে এবারে
এই এ পুরস্কার পেতে রিয়াল
মাদ্রিদ তারকা
চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল
মেসির থেকে দ্বিগুনের বেশি
ভোট পান।
ব্যালন ডি’অরের এবারের
প্রতিযোগিতায় শীর্ষ দুই নাম
ছিল রোনালদো ও মেসিরই।
তবে ফাইনালের মঞ্চে
রোনালদোর ধারে কাছেও
আসতে পারেননি আর্জেন্টাইন
অধিনায়ক। রিয়াল উইঙ্গার
৭৪৫ ভোট পেয়ে এবার বিজয়ী
হয়েছেন। তিনি বার্সেলোনা
তারকা থেকে এগিয়ে ছিলেন
৪২৯ ভোটে।
বিশ্বের বিভিন্ন দেশের ১৭৩
জন সাংবাদিকের ভোটে এবারের
ব্যালন ডি’অর জয়ী নির্বাচিত
হয়। যেখানে প্রতিটি সাংবাদিক
সর্বোচ্চ তিন জনকে ভোট
দিতে পেরেছেন। প্রথম পছন্দ
পেয়েছেন পাঁচ পয়েন্ট। দ্বিতীয়
পছন্দের ঘরে গেছে তিন
পয়েন্ট। আর শেষের জন
পেয়েছেন এক পয়েন্ট।
বিজয়ী রোনালদোর পর ৩১৬
পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন
বার্সেলোনাকে ঘরোয়া দুটি
শিরোপা ও জাতীয় দলকে কোপা
আমেরিকার ফাইনালে নিয়ে
যাওয়া মেসি। ১৯৮ পয়েন্ট
পেয়ে তৃতীয় হয়েছেন ক্লাব
অ্যাতলেটিকো মাদ্রিদকে
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে
নিয়ে যাওয়া ও জাতীয় দল
ফ্রান্সকে ইউরোর ফাইনালে
যেতে সাহায্য করা
অ্যান্তোনিও গ্রিজম্যান।
Wednesday, December 14, 2016
মেসির থেকে কত ভোট বেশি পেয়েছেন রোনালদো?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment