সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম ও
শুভেচ্ছা।
আমার আজকের বিষয় ইতেমধ্যেই আপনারা
জেনে গেছেন। রবী ঠাকুর কে কে
না চেনেন।হ্যা,বিশ্বকবি রবীন্দ্রনাথ
ঠাকুরের কথাই বলছি।
চলুন এখন কথা না বাড়িয়ে তার সম্পর্কে কিছু
জেনে নিই।
জন্ম= →
কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে
১৮৬১ সালের ৭ ই মে তিনি জন্মগ্রহণ
করেন।
মৃত্যু→
১৯৪১ সালের ৭ ই আগষ্ট কলকাতায় মৃত্যু বরণ
করেন তিনি।
পিতা,মাতা,পিতামহ ও স্ত্রী →
তার পিতার নাম হলো মহর্ষি দেবেন্দ্রনাথ
ঠাকুর,মাতার নাম সারদা দেবী,পিতামহ – প্রিন্স
দ্বারকানাথ ঠাকুর এবং তার স্ত্রীর নাম
ভবতারিণী দেবী রবীন্দ্রনাথ তার নাম
পাল্টে রাখেন-মৃণালিনী দেবী।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৫ ভাই-বোনের মধ্যে
ছিলেন ১৪ তম।ভাইদের মধ্যে ৮ম। তার দুটি
ছদ্মনাম ১. ভানুসিংহ ২. ভানুমতি।
তার শ্বসুর বাড়ি ছিল বাংলাদেশের খুলনায়।
তিনি নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে
‘গীতাঞ্জলী’ (১৯১০) কাব্যের ইংরেজী
অনুবাদের জন্য।(Song offerings).এশীয়দের
মধ্যে তিনিই সর্বপ্রথম নোবেল পুরস্কার পান।
তার উপাধীসমূহ- ডি.লিট.(ঢাকা
বিশ্ববিদ্যালয়),নাইট উপাধী।
তার ১ম সৃষ্টি ও প্রকাশিতসমূহ→
কাব্যগ্রন্থ—— বনফুল(১৮৮০)
প্রকাশিত কাব্য——- কবি কাহিণী (১৮৭৮)
উপন্যাস —— বৌঠাকুরাণীর হাট(১৮৮৩)
নাটক—— বাল্মীকি প্রতিভা(১৮৮১)
ছোটগল্প → ভিখারীনি,গদ্যগ্রন্থ→ রাশিয়ার চিঠি
রবীঠাকুরকে বলা হয় ছোট গল্পের জনক।
ধন্যবাদ সবাইকে। রবীঠাকুর সম্পর্কে আরও
জানতে চোখ রাখুন ট্রিকবিডি তে।খুব দ্রুত আমি
২য় পার্ট নিয়ে আসব।
সুস্থ থাকুন ভাল থাকুক।।
Wednesday, December 14, 2016
জেনে নিন রবী ঠাকুর সম্পর্কে সবকিছু।।।। কাজে লাগবে।
শাহরুখকে ৮ বছর পর আনুষ্কার ধন্যবাদের কারণ।।
বলিউড আট বছর পা রেখেছেন অানুষ্কা শর্মা। ডাউন মেমরি লেনে হাঁটলে আজ তিনি প্রথম যে মানুষটিকে ধন্যবাদ দিতে চান তার নাম শাহরুখ খান। ২০০৮-এ শাহরুখের বিপরীতে ‘রব নে বনা দি জোড়ি’-র মাধ্যমেই বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। গত সোমবার টুইটারে কিছু পুরনো ছবি শেয়ার করে শাহরুখ লেখেন, ‘রব নে বনা দি জোড়ির মেমরি। অানুষ্কা এবং ক্রিউয়ের বাকি লাভলি লেডিস আর ফুচকা…আমি ভুলতে পারব না।’ উত্তরে অানুষ্কা লেখেন, ‘ধন্যবাদ মেমরি শেয়ার করার জন্য, আর অবশ্যই আমার বেস্ট কো-স্টার হওয়ার জন্য।’ ডেবিউয়ের পর ‘যব তক হ্যায় জান’-এ শাহরুখের সঙ্গে কাজ করেছেন নায়িকা। সব কিছু ঠিক থাকলে ২০১৭-এর ১১ অগস্ট মুক্তি পাবে ইমতিয়াজ আলির পরিচালনায় এই জুটির তৃতীয় ছবি ‘দ্য রিং’।
মেসির থেকে কত ভোট বেশি পেয়েছেন রোনালদো?
চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল
মেসিকে পেছনে ফেলে গত
সোমবার রাতে ২০১৬ সালের
ব্যালন ডি’অর জেতেন
রোনালদো। ২০০৮, ২০১৩
ও ২০১৪ সালেও বর্ষসেরা
হয়েছিলেন রিয়াল মাদ্রিদের এই
তারকা ফরোয়ার্ড। তবে এবারে
এই এ পুরস্কার পেতে রিয়াল
মাদ্রিদ তারকা
চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল
মেসির থেকে দ্বিগুনের বেশি
ভোট পান।
ব্যালন ডি’অরের এবারের
প্রতিযোগিতায় শীর্ষ দুই নাম
ছিল রোনালদো ও মেসিরই।
তবে ফাইনালের মঞ্চে
রোনালদোর ধারে কাছেও
আসতে পারেননি আর্জেন্টাইন
অধিনায়ক। রিয়াল উইঙ্গার
৭৪৫ ভোট পেয়ে এবার বিজয়ী
হয়েছেন। তিনি বার্সেলোনা
তারকা থেকে এগিয়ে ছিলেন
৪২৯ ভোটে।
বিশ্বের বিভিন্ন দেশের ১৭৩
জন সাংবাদিকের ভোটে এবারের
ব্যালন ডি’অর জয়ী নির্বাচিত
হয়। যেখানে প্রতিটি সাংবাদিক
সর্বোচ্চ তিন জনকে ভোট
দিতে পেরেছেন। প্রথম পছন্দ
পেয়েছেন পাঁচ পয়েন্ট। দ্বিতীয়
পছন্দের ঘরে গেছে তিন
পয়েন্ট। আর শেষের জন
পেয়েছেন এক পয়েন্ট।
বিজয়ী রোনালদোর পর ৩১৬
পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন
বার্সেলোনাকে ঘরোয়া দুটি
শিরোপা ও জাতীয় দলকে কোপা
আমেরিকার ফাইনালে নিয়ে
যাওয়া মেসি। ১৯৮ পয়েন্ট
পেয়ে তৃতীয় হয়েছেন ক্লাব
অ্যাতলেটিকো মাদ্রিদকে
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে
নিয়ে যাওয়া ও জাতীয় দল
ফ্রান্সকে ইউরোর ফাইনালে
যেতে সাহায্য করা
অ্যান্তোনিও গ্রিজম্যান।
কম বয়সে চুল পাকা থেকে রক্ষা পাবার উপায়
অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। শুধুমাত্র জিনগত সমস্যা নয়, শরীরে পুষ্টির অভাব হলেও চুলে পাক ধরতে পারে। খাওয়া-দাওয়ায় একটু নজর দিন। তাহলেই চলবে। ❏ আখরোট: আখরোটে প্রচুর পরিমাণ কপার থাকে যা চুলে মেলানিন উৎপন্ন করে। নিয়মিত খেলে চুল কালো থাকে। ❏ রোজকার ডায়েটে চিংড়ি, ঝিনুক, কাঁকড়ার মতো সামুদ্রিক প্রামী রাখুন। এগুলিতে প্রচুর পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা চুলে পাক ধরা আটকায়। ❏ মেটে: মাংস খেতে ভালোবাসেন নিশ্চয়ই! তাই বলে মেটে দেখে নাক সিঁটকোবেন না। এতে ভিটামিন বি ১২ থাকে। যা চুল পাকা প্রতিরোধ করতে সক্ষম। ❏ ব্রকোলি: ব্রকোলিতে ফোলিক এ্যাসিড থাকে। এটি চুলে পাক ধরতে দেয় না। ❏ সামুদ্রিক মাছ: শুধুই পমফ্রেট নয়, চুল পাকা রুখতে স্যামন, টুনা জাতীয় সামুদ্রিক মাছে খান। এগুলিতে প্রচুর পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। ❏ ডাল: ডালে প্রচুর ভিটামিন বি ১২ এবং বি ৯ রয়েছে। চুল ভাল রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় একবাটি ডাল রাখুন।
আপনাদের জন্য নিয়ে এলাম ফেসবুক ম্যাসেঞ্জার লাইট অ্যাপ!
ফেসবুকের মেসেজিং ও অডিও-ভিডিও কলিং অ্যাপ মেসেঞ্জার। এবার মেসেঞ্জারের একটি নতুন সংস্করণ নিয়ে আসছে ফেসবুক। যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ ধীরগতির, সেখানকার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে অ্যাপটি। গতকাল রোববার অ্যাপটি উন্মুক্ত করা হয়। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, কেনিয়া, তিউনিশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভেনেজুয়েলার ব্যবহারকারীরা প্রাথমিকভাবে অ্যাপটি ব্যবহার করার সুযোগ পাবেন। এরপর অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের জন্যও অ্যাপটি উন্মুক্ত করা হবে। কিন্তু আমরাতো আর বসে থাকার পাত্র না। আমরা এখন থেকেই ম্যাসেঞ্জার লাইট চালাব।
তবে আপাতত মেসেঞ্জারের সব সুবিধা পাওয়া যাবে না মেসেঞ্জার লাইট অ্যাপটিতে। শুধু টেক্সট করা, ছবি ও লিংক পাঠানো যাবে। অডিও-ভিডিও কলিং বা পেমেন্টের সুবিধা পাবেন না মেসেঞ্জার লাইট ব্যবহারকারীরা।
উত্তর আমেরিকা, ইউরোপসহ বিশ্বের উন্নত দেশগুলোতে বেশ দ্রুত ছড়িয়ে পড়েছে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপটি। এসব দেশে ইন্টারনেট সংযোগ যেমন দ্রুত, তেমনি প্রযুক্তিগত দিক থেকেও এসব অঞ্চলের ব্যবহারকারীরা এগিয়ে রয়েছেন। ফেসবুক এখন নজর দিতে যাচ্ছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো জনবহুল কিন্তু ধীরগতির ইন্টারনেট সংযোগের এলাকাগুলোতে। শুরুতে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই মেসেঞ্জার লাইট অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
হেড অব মেসেঞ্জার ডেভিড মার্কোস রয়টার্সকে বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই মেসেঞ্জারকে সবার কাছে নিয়ে যেতে চাই।’ এ ছাড়া ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সব সময়ই বলে এসেছেন, পৃথিবীর প্রতিটি প্রান্তে ইন্টারনেট পৌঁছে দিতে চান তিনি। আর সে লক্ষ্যে কাজ করছেন তাঁরা।
২০১১ সালে আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য মেসেঞ্জার অ্যাপটি চালু করেছিল ফেসবুক। গত এপ্রিলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসে বিশ্বুজড়ে ৯০ কোটি ব্যবহারকারী ফেসবুক মেসেঞ্জারে সক্রিয়।
ম্যাসেঞ্জার লাইট অ্যাপ ডাওনলোড লিঙ্কঃ
Download Messenger Lite For Facebook Apk App
প্লেস্টোর লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=com.facebook.mlite&hl=en
প্লেস্টোর থেকে শুধু মাত্র কেনিয়া, তিউনিশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভেনেজুয়েলার ব্যবহারকারীরা ডাওনলোড দিতে পারবে।
রবির সকল গ্রাহকরা পাচ্ছেন মাত্র ১.২ টাকায় ২০০ মেগাবাইট ইন্টারনেট!!
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন! আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি । আজ অনেকদিন কোনো অফার বা ফ্রীনেট নিয়ে লিখালেখি করিনা। আজ সকালে একটা বিষয় আমার চোখে পড়ল তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
তো চলুন শুরু করি..
রবির গ্রাহকরা (বন্ধ সিমের আওতাভুক্ত) পাচ্ছেন মাত্র ১.২০ টাকায় ২০০ মেগাবাইট ইন্টারনেট!!
১০০ এমবি যেকোনো+১০০ এমবি ফেসবুক ব্যবহারের জন্য।
মেগাবাইট পেতে আপনার নাম্বার সিম থেকে ডায়াল করুন *২২২# ।
তারপর আপনার ব্যালেন্সের নিচে যদি নিচের স্ক্রীনশটের মত আসে তাহলে আপনি ও পেতে পারেন ।
যদি এরকম আসে তাহলে আপনি এই অফারটি পাবেন।
তো আশা করি অনেকেই অফারটি পাবেন, আর যারা পোস্টটি কপি করবেন তারা আমার সাইটের ক্রেডিট দিবেন।
ভাল থাকবেন এই কামনায় শেষ করলাম–
পোস্টটি ভালো লাগলে আমার সাইট দেখে আসবেন।
গ্রামীণফোন বন্ধ সংযোগে পাচ্ছেন ১.৫ জিবি ইন্টারনেট মাত্র ১৫ টাকায়!
★ জিপি বন্ধ সিম ইন্টারনেট অফার ★
গ্রামীণফোন এর যে সিম গুলাতে ২০ জুলাই , ২০১৬
থেকে ইন্টারনেট ব্যবহার করা হয় নি.. সেই সিম
গুলাতে ৫ টাকায় ৫০০MB অফার চলতেছে।
প্রথমে আপনার কোন গ্রামীণ সিম থাকলে সেই সিমটি এই অফারের আওতায় আছে কিনা তা জানতে পারেন অন্য যে কোন জিপি সিম থেকে এস.এম.এস এর মাধ্যমে। এ জন্য আপনি যে কোন জিপি সিমের মেসেজ অপশনে যান, এবং লিখুন BHK একটি স্পেস দিন, এবার আপনি যে ফোন নম্বারটি চেক করতে চান তা লিখুন তারপর সেন্ড করুন চার টা নয়তে ৯৯৯৯ এ, যেমন: BHK 01743606526 এবার সেন্ড করুন 9999 এ।
ফিরতি মেসেজ যদি এরকম হয়ঃ 8801743606526 is eligible for 500MB 3G internet at Tk 5 offer by dialing *111*90# with 7 days validity & send SN to 9999.
তাহলে আপনি মোবাইলে পর্যাপ্ত টাকা রেখে ২ বার ডায়াল করুন *111*90#। ১ জিবি পাবেন।
এবং *5000*149# ডায়াল করে পেতে পারেন আরো ৫০০ এমবি।
মেয়াদ ৭ দিন। চেক করতে ডায়াল করুনঃ *৫৬৬*১০#, *566*13#। ফেইসবুক প্যাক কিনে এমবি মেয়াদ বাড়াতে পারবেন এবং ফ্লেক্সিপ্ল্যান অ্যাপ থেকে ৭ দিন মেয়াদি ডাটা কিনে মেয়াদ বাড়াতে পারবেন।
২৪ ঘণ্টাতে থাকছে না দিন, যা বলছেন বিজ্ঞানীরা!
দিন-রাত মিলে মোট সময় ২৪ ঘণ্টা। তাই কষ্ট কিংবা সুখ, দিন রাত এই ২৪ ঘণ্টা সময়ের মাঝে ভাগ করে নেই। তবে এমন একটা সময় আসবে, যখন আর কেউ ‘২৪ ঘণ্টা খাটিয়ে মারল’ অথবা ‘২৪ ঘণ্টা তোমার কথাই ভাবছি’ বলতে পারবেন না। কারণ নিঃসাড়ে বেড়ে যাচ্ছে দিনের দৈর্ঘ্য…
আপনি খেয়াল রাখেন না বলে যে ব্যাপারটা ঘটছে না, এমন নয়। নিঃশব্দে ঘটে চলেছে ঘটনাটা। শুধু আপনি কেন অধিকাংশ পৃথিবীবাসীই টের পাচ্ছেন না, তাদের সাধের ‘২৪ ঘণ্টার দিন’ ক্রমেই বেড়ে চলেছে। এমন একটা সময় আসতে পারে, যখন আর কেউ ‘২৪ ঘণ্টা খাটিয়ে মারল’ অথবা ‘২৪ ঘণ্টা তোমার কথাই ভাবছি’ বলতে পারবেন না।
বিজ্ঞানীরা বলছেন, আমাদের দিন ক্রমেই বেড়ে চলেছে। ব্রিটেনের রয়্যাল গ্রিনউইচ অবজারভেটরির মহাকাশবিদ লেসলি মরিসন জানাচ্ছেন, পৃথিবার পরিক্রমণের গতি ক্রমশ কমে আসার কারণেই প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে ‘দিন’-এর দৈর্ঘ্য। প্রতি শতকে প্রায় ১.৮ মিলিসেকেন্ড করে বেড়ে চলেছে দিনের দৈর্ঘ্য। আর তা বড়ছে গত ২৭,০০০ বছর ধরেই।
বিজ্ঞানী মরিসনের মতে, এটা খুবই ধীর প্রক্রিয়া। এর পিছনে কেবল পৃথিবীর বার্ধক্য নয়, চাঁদের মহাকর্ষজ টানও কাজ করছে।
সাধারণ ঘড়িতে এই পরিবর্তন ধরা পড়বে না। কিন্তু, মহাকাশচর্চায় ব্যবহৃত বিশেষ সংবেদনশীল ঘড়িতে রীতিমতো ধরা পড়ছে দিনের এই ক্রমশ বৃদ্ধি।
সূত্র : এবেলা
জিপি সিমে ৩ জিবি মাত্র ১৫৯ টাকায়!!
শর্তাবলী:
এই ইন্টারনেট অফারটি ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে
অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ
অফার চলাকালীন সময়ে গ্রাহক অফারটি যত খুশি ততবার নিতে পারবেন
ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত)
অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না
ইন্টারনেট ব্যালেন্স জানতে
*121*1*4# ডায়াল করতে হবে
৭ দিন মেয়াদে অ্যাক্টিভেশন দিন অন্তর্ভুক্ত??
৩জি ফোনে ৪জি এর সার্ভিস নিন খুব সহজেই আর চমকে দিন আপনার বন্ধুকে!!
প্রযুক্তির উন্নতির সাথে মানুষের ৪জি স্মার্টফোনের দিকে আগ্রহ বেড়ে যাচ্ছে।
তাই জারা ৩জি ব্যবহারকারী রয়েছে তারা তাদের ৩জি ফোনটি বদলে ৪জি ফোন নেয়ার চন্তা করছে। এখন সহজেই ৩জি ফোনকে করা যাবে ৪জি।
৪জি ফোন ব্যবহার করার জন্য ৩জি ফোন বিক্রি করার কথা অনেকেই ভাবছেন।সেক্ষেত্রে ফোন বিক্রি করার প্রয়োজন নেই।
এখন ৩জি ফোনকেই আপনি ৪জি ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন।এর জন্য একটি অ্যাপসের সাহায্য নিতে হবে।
অ্যাপটির নাম MTK ENGINEERING MODE
যেভাবে পাবেন অ্যাপটি-
১. গুগল প্লে স্টোরে যান।
২. MTK ENGINEERING MODE দিয়ে সার্চ করুন।
৩. এবার অ্যাপটির মেনুতে গিয়ে Advanced Set অ্যাপে ক্লিক করুন।
৪. এবার অ্যাপটি ওপেন করে ইঞ্জিনিয়ারিং মোডের “mobile specific code” সিলেক্ট করুন।এই কোডটি আপনার হেডসেট নির্মানকারী সংস্থার সার্ভিস সেন্টারে পাবেন।
৫. এবার নেটওয়ার্ক মোডে গিয়ে “4G LITE, WCDMA and GSM” অপশন সিলেক্ট করুন।
৬. এবার সেভ করুন।
৭. ফোনটি এবার রিস্টার্ট করুন।
এর জন্য অবশ্যই ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।হয়ে গিয়েছে আপনার ৩জি ফোন ৪জি।
এবার আপনার ৩জি ফোনে ব্যবহার করুন ৪জি সার্ভিস??
Tuesday, November 8, 2016
10 Interesting information that you don’t know about YouTube
Tuesday, October 18, 2016
google adsense full tutorial 2016
The Google AdSense solution is used by millions of
web masters around the world. Some of them have
great success and good income, while others get
How to buy a domain from a reseller your account?
Today I’m here to tech you how can you buy a domain from a reseller account
You know that, a resller of a domain panel is a person who sale domain to customer & pay for the customer to the domain company..